ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নৌ সচিবের দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট পরির্দশন

গোয়ালন্দ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১

গোয়ালন্দ (রাজবাড়ী): দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম রুট দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে নাব্যতা সংকট ও যানজটে যাত্রী দুর্ভোগের চিত্র সজেমিনে দেখতে শনিবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান হাওলাদার ও বিআইডব্লিউটিসি’র প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘাট দু’টি পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দৌলতদিয়া চ্যানেলে ঘন ঘন ফেরি আটকা পড়ার ঘটনায় এ রুটে যোগাযোগ মারত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে তারা পরিতর্শনে আসেন।

পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান হাওলাদারের সঙ্গে আরও ছিলেন, বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন, পরিচালক এমদাদুল হক, বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোশারফ হোসেন হাওলাদার, পরিচালক (প্রশাসন) জ্ঞান রঞ্জন দাস, রাজবাড়ী জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী, পুলিশ সুপার রেজাউল হক, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন ও বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া কার্যালয়ের এজিএম জিল্লুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।