ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরের খড়কী দরবার শরিফের পীরের ইন্তেকাল

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১

যশোর: যশোরের খড়কী দরবার শরিফের পীর মাওলানা শাহ মো. আবদুল মতিন ইন্তেকাল করেছেন (ইন্না ... রাজেউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মাওলানা আবদুল মতিন ১৯১৯ সালে যশোর শহরের খড়কীর পীর পরিবারে জন্মগ্রহণ করেন। যশোর জিলা স্কুলে লেখাপড়ার পর তিনি ঐতিহ্যবাহী মুসলিম একাডেমিতে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে তিনি একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন। ১৯৬৬ সালে চাচা পীর মাওলানা আবুল খায়েরের মৃত্যুর পর তিনি খড়কী দরবার শরিফের পীর হিসেবে অভিষিক্ত হন।

দীর্ঘ জীবনে আবদুল মতিন ধর্মীয় জ্ঞান বিস্তারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। ঐতিহ্যবাহী পীর পরিবারের সন্তান হয়েও তিনি চিন্তা-চেতনায় ছিলেন আধুনিক। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়েসহ লাখো অনুসারী রেখে গেছেন।

রোববার বাদআছর খড়কী দরবার শরিফ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad