ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ঋণের টাকা শোধ করতে না পেরে গৃহবধুর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১

গাজীপুর: গাজীপুরে এনজিওর (ঋণের) টাকা শোধ করতে না পেরে এক গৃহবধু আত্মহত্যা করেছেন।

শনিবার দুপুরে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।



নিহতের নাম লুৎফা বেগম (৩৫)। তিনি কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকার মৎস ব্যবসায়ী আব্দুর রহমানের স্ত্রী।

স্থানীয় সাংবাদিক এমারত হোসেন জানান, লুৎফা সম্প্রতি গ্রামীণ ব্যাংক, আশা, ব্র্যাক ও টাঙ্গাইল ব্যুরোসহ  বিভিন্ন এনজিও থেকে প্রায় ১৪ লাখ টাকা ঋণ নেন। পরে ওই ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ করতে না পারায় ঋণদাতা সংগঠণের পক্ষ থেকে তাকে চাপ দেয়। এ নিয়ে কয়েকদিন ধরে পরিবারের সদস্যদের সাথেও মনোমালিন্য হয়।

শনিবার দুপুরে স্বামীর অবর্তমানে লুৎফা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলে আত্মহত্যা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নাসিম কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।