ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২১ আগস্ট হামলা: প্রথম আলো সম্পাদকের বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০
২১ আগস্ট হামলা: প্রথম আলো সম্পাদকের বিচার দাবি

ঢাকা: শেখ হাসিনার ওপর ২০০৪ সালে ২১ আগস্টের গ্রেনেড হামলার অন্যতম অভিযুক্ত মাওলানা তাজউদ্দিন এবং ‘মদদদাতা’ হিসেবে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ডিজিটাল বাংলাদেশ ফোরাম নামে একটি সংগঠন।

সংগঠনটির দাবি, এ হামলার সঙ্গে ’৭১ ও ’৭৫-এর হত্যাকাণ্ডের যোগসূত্র রয়েছে।



শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়।

শনিবার আওয়ামী লীগের মহাসমাবেশে ওই হামলার ষষ্ঠ বছর পূর্তি।

মানববন্ধনে সাবেক পররাষ্ট্র সচিব ওয়ালি-উর রহমান বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্টের সেই ভয়াবহ ও ন্যক্কারজনক গ্রেনেড হামলার বিচারের দাবিতে আগেও এখানে মানববন্ধন করেছি। এ হামলার সঙ্গে ’৭১-এর স্বাধীনতাবিরোধী, ’৭২-এর সংবিধানবিরোধী ও ’৭৫-এর খুনিদের যোগসাজশ রয়েছে। ’

‘এই গোষ্ঠীর মদদেই পিলখানায় বিডিআর বিদ্রোহের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে’, অভিযোগ করেন তিনি।

ওয়ালি-উর রহমান আরও বলেন, ‘প্রথম আলোর সম্পাদক কীভাবে ২১ আগস্টের গ্রেনেড হামলাকারী মওলানা তাজউদ্দিনের সঙ্গে সিরিজ বৈঠকে মিলিত হয়েছিলেন এবং তাজউদ্দিনকে পালাতে সহায়তা করেছিলেন- তা সবাই জানে। সরকারও জানে। ’

তিনি অবিলম্বে ২১ আগস্টের গ্রেনেড হামলাকারী এবং তাদের মদদদাতা হিসেবে মতিউর রহমানকে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবি জানান।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম বলেন, ‘দেশকে নেতৃত্বশূন্য করে অস্থিতিশীলতা তৈরির জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল। রাষ্ট্রকে ধ্বংস করতে এ ধরনের ষড়যন্ত্রের সঙ্গে মতিউর-তাজউদ্দিনের মতো জড়িত সবাইকে এখনই বিচারের মুখোমুখি করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। ’

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন পলাশ, অ্যাডভোকেট আবু সাঈদ সাগর, গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রচার সম্পাদক সামস্ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।