ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোববার বারির গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১

গাজীপুর: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) রোববার থেকে ৫ দিনের কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশাল-২০১১ শুরু হবে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনে কর্মশালা উদ্বোধন করবেন বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান এমপি।



কর্মশালায় সভাপতি সভাপতিত ¡  করবেন বারির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মন্ডল।
 
বারির প্রটোকল অফিসার মাহবুবা আফরোজ চৌধুরী জানান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ২০২টি ফসলের ৩৩৩টি উন্নত জাত ও ৭১২টি প্রযুক্তি উদ্ভাবন করেছে।  

এ সকল প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে গম, ভুট্টা, তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা এবং ফলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের ৫ শতাধিক বিজ্ঞানী-কর্মকর্তা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ