ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১৪ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

হবিগঞ্জ: প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল শুক্রবার আবারো শুরু হয়েছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের লস্করপুর রেল ক্রসিংয়ে রেল লাইনের উপর পড়ে থাকা ট্রাকটি অপসারণ করার পর সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।



শায়েস্তাগঞ্জ জংশন মাস্টার কাজী শহিদুর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ট্রেন চলাচল শুরু হলেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ইঞ্জিন, বগি ও ট্রাক এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ঢাকা-সিলেট রেল লাইনের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনের লস্করপুর লেভেল ক্রসিং-এর কাছে একটি পাথর বোঝাই ট্রাক সিগন্যাল অমান্য করে সিলেটগামী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইঞ্জিনসহ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। ট্রাকটি ধাক্কা খেয়ে ট্রেন লাইনের উপর পড়ে থাকে। এতে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।