ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপনে ডিজেল বিক্রিকালে কুলাউড়ায় ট্রেনের পাওয়ার কারচালক আটক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১

মৌলভীবাজার: ট্রেনের ডিজেল তেল চুরি করে এলাকাবাসীর কাছে বিক্রির সময় শনিবার দুপুর দেড়টায় উদয়ন-পাহাড়িকা ট্রেনের পাওয়ার কারচালক আনোয়ার আলিকে (৪৫) হাতেনাতে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।  

তিনি কুলাউড়া উপজেলার হোসেনপুর গ্রামের ইব্রাহিম আলির ছেলে।



কুলাউড়া থানা পুলিশ সূত্র জানায়, সিলেট-চট্টগ্রাম রুটের উদয়ন-পাহাড়িকা ট্রেনের পাওয়ার কার (ইন্টারসিটি ট্রেনের ভেতরের ইলেকট্রিক মেশিন) চালক হিসেবে আনোয়ার আলি ৩/৪ বছর ধরে কাজ করছেন।

তিনি প্রতিদিন পাওয়ার কারে ব্যবহৃত ডিজেল চুরি করে কম দামে এলাকাবাসীর কাছে খোলামেলা বিক্রি করতেন। এতে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

শনিবার দুপুর দেড়টায় কুলাউড়া শহরের উছলাপাড়ার মুজিবুর রহমানের বাসা থেকে ডিজেল বিক্রির সময় পুলিশ কয়েক লিটার তেলসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

কুলাউড়া থানার এসআই তাপস চন্দ্র রায় বাংলানিউজকে বলেন, আনোয়ার আলি এখন থানা হাজতে আছেন এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।