ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশি মুদ্রা পাচারকারী ভারতীয় নাগরিক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১
বাংলাদেশি মুদ্রা পাচারকারী ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর বংশাল থানার শহীদ নজরুল ইসলাম সড়কে একটি আবাসিক হোটেল থেকে বাংলাদেশি ধাতব মুদ্রা পাচারকারী ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টার দিকে নুর হোসেন (২৮) নামের এ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়।



শনিবার দুপুর ১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে বংশাল থানার এসআই আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহীদ নজরুল ইসলাম সড়কের বায়তুস সামী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের ৪০৪ নম্বর কক্ষ থেকে নুর হোসেনকে ধাতব মুদ্রাসহ গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছে থাকা প্রায় ৪০ কেজি ওজনের ১০ হাজার টাকা মুল্যের এক টাকার, ৬শ টাকার ৫ ও ১০ পয়সার ধাতব মুদ্রা ও ২০ হাজার টাকা মূলের ২ টাকার নোট জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে নুর হোসেন সাংবাদিকদের জানান, তিনি কলকাতায় কাপড়ের ব্যবসা করেন। ওই ব্যবসার সুবাদেই ৬ সদস্যের একটি দল বাংলাদেশে এসে ধাতব মুদ্রা কিনে ভারতে পাচার করে।

মাসে ৩ থেকে ৪ বার তাদের এ চক্রটি বাংলাদেশে যাওয়া-আসা করে বলে তিনি জানান।

তার বাড়ি কলকাতার ইকবালপুর থানার ৩নং মমিনপুর রোডের খিদিরপুর।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ