ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কানের চিকিৎসায় এবার বাল্টিমোরে যেতে পারেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১

নিউইয়র্ক: কানের চিকিৎসার ফলোঅপের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক থেকে কানেকটিকাটের পরিবর্তে এবার বাল্টিমোরে যেতে পারেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য উপস্থাপনের দুদিন পর তিনি কানের চিকিৎসা করাবেন।

শেখ হাসিনার ঘনিষ্ঠ কয়েকটি সূত্রে এ তথ্য জানা গেছে। খবর এনা’র।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তব্যের সময় গ্রেনেড হামলায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও তার কানে প্রচ- ব্যাথা পান।

সেই চিকিৎসার জন্যে তিনি এরআগে ওরল্যান্ডো, কানেকটিকাট এবং বাল্টিমোরের বিশেষজ্ঞ চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলেন।

এবার সে চিকিৎসার ফলোআপ করা হবে। তিনি ২৬ সেপ্টেম্বর সকালে নিউইয়র্ক থেকে বাল্টিমোর সিটিতে যেতে পারেন। বিষয়টি নিতান্তই তার ব্যক্তিগত বিধায় সরকারিভাবে কেউ নিশ্চিত করতে পারেননি।

আজ শনিবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ২৮ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্যে তিনি নিউইয়র্ক ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।