ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁও কারাগারের ৮ বন্দি মুক্ত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

ঠাকুরগাঁও: এক নারীসহ আটজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে শুক্রবার সকালে মুক্তি দিয়েছে ঠাকুরগাঁও জেলা কারাগার কর্তৃপক্ষ।

যাবজ্জীবন সাজা পাওয়া এক হাজার বন্দিকে মুক্তি দেওয়ার সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা কারাগারে ১০ জনের মধ্যে আটজনকে মুক্তি দেওয়া হয়।



অন্য দুজন ভারতীয় নাগারিক হওয়ার তাদের মুক্তি দিতে জটিলতা রয়েছে বলে জানান ঠাকুরগাঁও জেল সুপার ইসমাইল হোসেন।

তিনি আরো জানান, মুক্তিপ্রাপ্তরা সবাই ২০ বছরের বেশি সাজা ভোগ করেছেন। হত্যাসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।

মুক্তিপ্রাপ্তরা হলেন  তাজি বেগম (৬৫), পজির উদ্দিন (৬০), জালাল উদ্দিন (৪৫), ইউসুফ (৬০), সাহাদ উদ্দিন (৫৫), আব্দুর রহিম (৫০) আজিজুল (৫০) ও মোতালেব (৫৫)। সবার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।