[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৭ চৈত্র ১৪২৫, ২১ মার্চ ২০১৯
bangla news

নারী শ্রমিকদের সঙ্গে বৈষম্যের সুযোগ নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১১ ৩:৪১:৪৯ এএম
আলোচনা সভায় ইসরাফিল আলম এমপি- ছবি- ডি এইচ বাদল

আলোচনা সভায় ইসরাফিল আলম এমপি- ছবি- ডি এইচ বাদল

ঢাকা: গার্মেন্টস শিল্পে নারী শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই। নারীদের জন্য এক ধরনের বেতন কাঠামো আর পুরুষদের জন্য অন্য, তা হতে পারে না।

নারী শ্রমিকের জন্য সমতাপূর্ণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ইসরাফিল আলম এমপি।

রোববার (১১ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আলোচনা সভায় বেলা সাড়ে ১১টায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশ এর এক্সিকিউটিভ ডিরেক্টর এ কে এম মাসুদ আলি।

শ্রমিক নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ইসরাফিল আলম বলেন, আমাদের দেশের গার্মেন্টস মালিকপক্ষ অনেক ক্ষমতাধর। তাদের মধ্যে একতা রয়েছে। অপরদিকে গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা ক্ষমতার দ্বন্দে লিপ্ত। তাহলে তারা কিভাবে শক্তিশালী মালিকপক্ষের কাছে অধিকার আদায়ের দাবি করবেন।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত সচিব ড. আনোয়ার উল্লাহ।

এছাড়া স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গার্মেন্ট ওয়ার্কার ইউনিটি’র আহ্বায়ক সিরাজুল ইসলাম রনি।

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ মাল্টি-স্টেকহোল্ডার নেটওয়ার্ক ফর আরএমজি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুন ১১, ২০১৭
এসআইজে/জেডএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache