ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শীতলক্ষ্যায় ট্রলারডুবি, ১ ব্যক্তি নিখোঁজ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, জুন ১৯, ২০১০

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা ডিপোর পাশে শীতলক্ষ্যা নদীতে সকালে লঞ্চের ধাক্কায় একটি ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) ডুবে গেছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।



নিখোঁজ ওই ব্যক্তির নাম হবি (৫৫)। তার বাড়ি মাদারীপুর জেলার কালকিনী থানার মৌলভীবাজার গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ৩০০ কাঁঠাল নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি কাপাসিয়ার রাজবাড়ি থেকে মাদারীপুর যাচ্ছিল। পেছন থেকে এমভি জয় নামের একটি যাত্রীবাহী লঞ্চ নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এসময় হবি ঘুমাচ্ছিলেন।

পাঁচজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও হবিকে খুঁজে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) বদরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, “নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে। ”

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৪৭ ঘণ্টা, জুন ১৯, ২০১০
প্রতিনিধি/এসএএ/কেএল/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।