ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বান্দরবান: পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুই জন নিহত ও  তিন জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১ টার দিকে উপজেলার মিরিঞ্জা পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শী ও লামা পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর-ট-১১.০৬.৬১ নম্বরধারী ট্রাকটি স্থানীয় কৃষকদের কাছ থেকে শশা কিনে চট্টগ্রামে যাওয়ার পথে বৃহস্পতিবার রাত ১ টার দিকে মিরিঞ্জা পর্যটন এলকায় এ দুর্ঘটনার শিকার হয়।

এতে ট্রাক চালক সাইফুল (২৮) ও তার সহযোগী মো. জয়নাল (২২) ঘটনাস্থলেই মারা যান।

ট্রাকের আরহী শশা ব্যবসায়ী মো. হারুন (২৮), মো. মহসিনসহ (৩০) অজ্ঞাত আরেক জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে এজনের অবস্থা গুরুতর দেখে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসাইন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময় ১১৫১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।