ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

তিন কন্যার জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, জুন ৯, ২০১৭
তিন কন্যার জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাঙালি তিন কন্যা রূপা, রুশনারা ও টিউলিপ, ছবি: বাংলানিউজ

ঢাকা: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (০৯ জুন) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

যাতে প্রধানমন্ত্রী বলেন, তাদের এই জয় যুক্তরাজ্যের রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণকে আরও গুরুত্ববহ করে তুলবে।

রুশনারা তৃতীয় ও টিউলিপ এবং রূপা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।

লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে সাড়ে ১৫ হাজারেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ।

বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও বো আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩৫ হাজারেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুশনারা।

এছাড়া লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে জয় পাওয়া লেবার পার্টির প্রার্থী রূপা হকের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩৭।

টিউ‌লিপ-রূপা-রুশনারাকে ওবায়দুল কাদেরের অ‌ভিনন্দন

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।