ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লা কারাগারের ৪ নারীসহ ৯০ কয়েদি মুক্ত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

কুমিল্লা: বৃহস্পতিবার ৪ নারী কয়েদিসহ ৯০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দিয়েছে কুমিল্লা কেন্দ্রীয় কারা কর্তৃপ।

দেশব্যাপী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক হাজার কয়েদির মুক্তি দেওয়ার সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে বৃহস্পতিবার এদের মুক্তি দেওয়া হয় বলে জানান কুমিল্লা সিনিয়র জেল সুপার অসীম কান্ত পাল।



মুক্তিপ্রাপ্তরা সবাই রেয়াতসহ ২০ বছরের বেশি সাজা ভোগ করেছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদিদের মধ্যে অধিকাংশই হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বলে জানান ওই কারা কর্মকর্তা।

স্ত্রী হত্যা, সন্তান হত্যা, জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপকে হত্যা, এসিড নিপেসহ বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল।

নিজ বাড়ি ফিরে গিয়ে সৎ জীবনযাপন করার চেষ্টা করবেন বলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান মুক্তিপ্রাপ্তরা।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad