ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সিগঞ্জে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

মুন্সীগঞ্জ: জেলার সদর উপজেলার মুক্তারপুর স্কুটার স্ট্যান্ডের আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।



সংঘর্ষে দেলোয়ার (৩০) নামে এক আওয়মী লীগকর্মী গুলিবিদ্ধ হন। পায়ে গুলিবিদ্ধ দেলোয়ারকে  গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তার পারিবারিক সূত্র জানায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্কুটার স্ট্যান্ড থেকে আদায়কৃত চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে যুবলীগ নেতা ইমরান হোসেন ও দেলোয়ার হোসেন মধ্যে সম্প্রতি দ্বন্দ্ব দেখা দেয়। এরই জের ধরে অবৈধ অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের ঘটনা বলে স্থানীয় সূত্র জানায়।

সদর থানার ওসি শহিদুল ইসলাম রাতে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘পরিস্থিতি এখন শান্ত। তবে ঐ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ’

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।