ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যমুনা টেলিভিশন চালুর দাবিতে সংহতি সমাবেশ

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, জুন ১৯, ২০১০

ঢাকা: যমুনা টেলিভিশনের সম্প্রচার শুরু করার অনুমতি দেওয়ার দাবিতে আজ শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ করছেন সাংবাদিকরা।

সমাবেশে সভাপতিত্ব করছেন যমুনা টেলিভিশনের পরিচালক (বার্তা) শাহ আলমগীর।



এরই মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সদ্য বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ অবজারভারের সম্পাদক ইকবাল সোবাহান চৌধুরী, বৈশাখী টেলিভিশনের সৈয়দ ইশতিয়াক রেজা, মিডিয়া ব্যক্তিত্ব মুহম্মদ জাহাঙ্গীর, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র একাংশের সভাপতি রুহুল আমিন গাজী ও সাধারণ সম্পাদক বাকের হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সংবাদ মাধ্যম বন্ধ করলে তা গণতন্ত্রের জন্য সুখবর বয়ে আনবে না। প্রতিষ্ঠানের সমস্যা থাকলে তা অন্যভাবে সমাধান করতে হবে। সংবাদ মাধ্যম বন্ধ  করে নয়।

বক্তারা অবিলম্বে যমুনা টিভির সম্প্রচার শুরু করার অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানান।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুন ১৯, ২০১০
বিকে/যিএইচ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।