ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেডিকেল চেকআপের জন্য রাষ্ট্রপতির লন্ডন যাত্রা

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, জুন ১৯, ২০১০

ঢাকা: রাষ্ট্রপতি জিল্লুর রহমান মেডিকেল চেকআপের জন্য আজ শনিবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছেন।

সকাল ১০টা ২০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দর ছেড়ে যায়।

রাষ্ট্রপতি আজ রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রাবিরতি করবেন।

লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে রাষ্ট্রপতির মেডিকেল চেকআপ করা হবে।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি, কূটনৈতিক কোরের ডিন,  বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার, মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিমানবন্দরে বিদায় জানান।

লন্ডন অবস্থানকালে আগামী ২৬ জুন লন্ডনের কেনসিংটন টাউন হলে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানাবেন।

২৯ জুন সন্ধ্যায় রাষ্ট্রপতি দেশে ফেরার কথা ।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মেডিকেল চেকআপ করান।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ১৯, ২০১০
বাসস/বিকে/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।