ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মে ২৯, ২০১৭
কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে আহত ২

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার নৌ বাহিনী সড়কে বন্যহাতির আক্রমণে দু’জন আহত হয়েছেন। সোমবার (২৯ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইব্রাহিম খলিল (৪৮) এবং মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। আহতের মধ্যে ইব্রাহিম এসএসডির বেসামরিক শ্রমিক।

তিনি সকালে মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন। পথে বন্যহাতির আক্রমণের শিকার হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একই স্থানে ওই সময় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিও আহত হন।

স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে প্রথমে নৌবাহিনী হাসপাতালে ভর্তি করে। পরে এদের মধ্যে ইব্রাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মে ২৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।