ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

‘মোরা’ উপদ্রুত এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৭, মে ২৯, ২০১৭
‘মোরা’ উপদ্রুত এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

ঢাকা: ঘূর্ণিঝড় ‘মোরা’ উপদ্রুত এলাকার মানুষকে সন্ধ্যার মধ্যে নিরাপদে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

ঘূর্ণিঝড় মোকাবেলার আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে সোমবার (২৯ মে) সচিবালয়ে এক জরুরি সভা শেষে সরকারের এ নির্দেশনার কথা জানান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা।
 
বাংলাদেশ উপকূলের ৫০০ কিলোমিটারের মধ্যে ঘূর্ণিঝড়টি অবস্থান করায় আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং মংলা ও পায়রা বন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে।


 
অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা বলেন, স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে আনার ব্যবস্থা করতে।
 
ঘূর্ণিঝড়ের বিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সবাই সতর্ক আছেন বলে জানান অতিরিক্ত সচিব।
 
উপদ্রুত এলাকার মানুষের জন্য চাহিদা অনুযায়ী সকালেই খাদ্যের বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, খাদ্যের কোনো সমস্যা নেই।
 
ঘূর্ণিঝড়ের মনিটরিংয়ের জন্য সার্বক্ষণিক ঢাকাসহ মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব।
 
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এমআইএইচ/বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।