ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহী পিটিআই’র সহ-সুপারের বিরুদ্ধে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, মে ২৭, ২০১৭
রাজশাহী পিটিআই’র সহ-সুপারের বিরুদ্ধে বিক্ষোভ

রাজশাহী: রাজশাহী প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) সহকারী সুপারের অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ এবং ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষকরাও।

শনিবার (২৭ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়স্ত্রণে আনে।

আন্দোলনরত শিক্ষকরা সাংবাদিকদের জানান, সহকারী সুপার শেফালী বানু প্রশিক্ষণের নামে ব্যাপক অনিয়মের সঙ্গে জড়িত। কোনো শিক্ষক এর  প্রতিবাদ করলেই তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন করেন সহকারী সুপার। শিক্ষকদের সঙ্গে বেশ কিছুদিন থেকে এমন আচরণের কারণে ক্ষুব্ধ হয়ে তারা আজ সকাল থেকে ক্লাস বর্জন করে পিটিআই-এর সামনে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মাথায় কাপড় বেধে সহকারী সুপার শেফালী বানুর অপসারণ ও বদলির দাবি জানান।

বিক্ষুব্ধ শিক্ষার্থী ও শিক্ষকদের দাবি, সহকারী সুপার শেফালী বানুর বদলি করা হোক। না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে আসবেন না। ফিরে যাবেন না ক্লাসেও।

সেফালি বানুর অপসারণ দাবির কারণগুলো হচ্ছে- তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন, প্রতিবাদ করলেই যখন তখন পরীক্ষায় অকৃর্তকার্য করাবেন বলে ভয়ভীতি দেখান,  শ্রেণী কক্ষে পাঠদানের সময় অপ্রসাঙ্গিক কথা বলেন ও সময় ক্ষেপণ করেন। ফলে কাঙ্ক্ষিত শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হন প্রশিক্ষণার্থীরা। পুরুষ হোস্টেলে মনিটরিং-এর নামে প্রশিক্ষণার্থীদের হয়রানি করেন নারী প্রশিক্ষণর্থীদের দিয়ে তিনি বাধ্যতামূলক বাথরুম পরিষ্কার করান।

ইউনিফর্ম পর্যবেক্ষণের নামে নারী প্রশিক্ষণার্থীদের নানানভাবে লাঞ্ছিত করেন সহকারী সুপার।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ২৭, ২০১৭

এসএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad