ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ জন আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, জুন ১৯, ২০১০

সাভার: আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।

আজ রোববার সকাল ৯টা থেকে বেলা পৌণে ১২ টা পর্যন্ত সংঘর্ষে ১০ পুলিশসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশুলিয়ার নাসা গ্রুপের একটি কারখানার শ্রমিকরা ন্যূনতম পাঁচ হাজার টাকা বেতনের দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন। আজ সকালে কারখানাটি বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। সকালে নয়টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এসময় রাস্তার উভয়পাশে প্রায় কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। পুলিশ মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য শ্রমিকদের অনুরোধ করেন। শ্রমিকরা তা না শুনলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানেগ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ।

এতে বেলা পৌণে ১২টা পর্যন্ত ১০ পুলিশ সদস্যসহ প্রায় ৫০ জন আহত হন।

সংঘর্ষ এখনও চলছে।

এ ঘটনায় আশুলিয়ার অন্য তৈরি পোশাক কারখানাগুলোতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুন ১৯, ২০১০
জাহিদুর/বিকে/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ