ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ ঝাড়লেন অর্থমন্ত্রী!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মে ২১, ২০১৭
সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ ঝাড়লেন অর্থমন্ত্রী! সচিবালয়ে ডিসিসিআই ও ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কথা বলেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: সৌদি আরবের জেদ্দায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভার কোনো সংবাদ বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো কাভার করেনি।

এই অভিযোগ তুলে সংবাদমাধ্যমগুলোর ওপর নিজের ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।    গত ১৪-১৮ মে জেদ্দায় ওই সভায় অংশ নেবার পর দেশে ফিরে রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

 

বিকালে সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এবং ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর আলাদা করে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী।

শুরুতেই চড়া স্বরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘কথা বন্ধ করেন, প্লিজ। আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। আমার আজকে যতগুলো অনুষ্ঠান ছিল সবগুলোতে আপনারা উপস্থিত ছিলেন। আমার বলার আর কিছু নাই। বাট আমার প্রশ্নটা হলো, এই ক’দিন আগে দেয়ার ওয়াজ আ ভেরি ইমপোর্ট্যান্ট ইন্টারন্যাশনাল প্রোগাম। দেয়ার ওয়াজ নো রিপোর্টিং ইন বাংলাদেশ। নো, নাথিং ইন বাংলাদেশ মিডিয়া অন দ্যাট!’

 মন্ত্রী বলেন, ‘ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যে মিটিংটা হলো, ৬৮টি দেশের সদস্য দেশের প্রতিষ্ঠান এটি, কিন্তু বাংলাদেশের কেনো কাগজে, মিডিয়ায় এ সম্বন্ধে একটা কথাও নাই। ’

‘একটা সম্মেলন হচ্ছে জেদ্দাতে, একটা কথাও নাই। হাউ কাম? হাউ হ্যাজ জার্নালিজম ইন বাংলাদেশ গন টু ডগস…। আমি আটটা কাগজ দেখেছি, কোথাও একটা শব্দ নাই। এটা কী করে হলো? তোমরা তো গেলে ওখানে। ’

এসময় একজন সাংবাদিক বলেন, ‘না স্যার। ’

মন্ত্রী বলেন, ‘কয়েকজন গিয়েছিল। দেয়ার ওয়াজ বেঙ্গলি প্রেস দেয়ার। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের উপর মিটিং হয়, তার উপর রিপোর্ট। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মেম্বারস আর আইডিবির মেম্বারস অল মোস্ট সেম। ’

সাংবাদিকদের পক্ষ থেকে তখন বলা হয়, ‘ইনফরমেশন তো আমাদের পেতে হবে। ওখানে যারা আছে তারা তো রিপোর্ট করে। ’

মন্ত্রী বলেন, ‘তারা রোজ আমার সঙ্গে দেখা করেছে। আই হ্যাভ গিভেন দ্য টাইম। প্রত্যেক দিন তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। ’

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গেলে মেইল পাঠান। কিন্তু তিনি যাননি বলে ইনফরমেশন পাওয়া যায়নি--জানান মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা।
 
অর্থমন্ত্রী বলেন, ‘আইডিবি ওয়ান অফ দ্য লার্জেস্ট … অব বাংলাদেশ। ’

সাংবাদিকরা বলেন, ‘বিশ্বব্যাংক বা এডিবি নিজস্ব উপায়ে মিডিয়ায় যোগাযোগ করে। কিন্তু আইডিবি সেটা করে না। ’  

এ সময় বিড় বিড় করে মন্ত্রী বলতে থাকেন, ‘৬৮টি দেশের প্রতিনিধির মিটিং…। এনিওয়ে ইট ইজ ভেরি স্যাড। ’

সৌদি আরবের সাবেক মন্ত্রী মান্দার বিন হাজ্জাদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন। তার নেতৃত্বে প্রথম সভা হলো জানিয়ে মন্ত্রী বলেন, কনফারেন্সে বাংলাদেশ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে প্রথমবার।

‘ঋণ প্রদানসহ বিভিন্ন কারণে আইডিবি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ’ জানিয়ে মন্ত্রী বলেন, ‘তারা আহসানিয়া মিশন হাসপাতালের জন্য অর্থ সহায়তা করবে। ’

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, মে ২১, ২০১৭
এমআইএইচ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।