ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫ চিকিৎসক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, জুন ১৯, ২০১০

দিনাজপুর: জেলার ঘোড়াঘাটে আজ শনিবার সকাল ৮ টায় এক সড়ক দুর্ঘটনায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুই জন অধ্যাপকসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন চিকিৎসক।



পুলিশ জানায়, রাজশাহীতে একটি সেমিনারে অংশ নেওয়ার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের একদল চিকিৎসক মাইক্রোবাসযোগে রাজশাহীতে যাচ্ছিলেন। পথে দিনাজপুর-রাজশাহী মহাসড়কে দিনাজপুর জেলার ঘোড়াঘাটের কানাইঘাটি এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের অধ্যাপক তৈয়বউদ্দীন আহম্মেদ (৫৫) ও অধ্যাপক ইউসুফ আলী (৬০) ঘটনাস্থলেই নিহত হন।

মাইক্রোবাসের চালক ও পাঁচ জন চিকিৎসককে গুরুতর আহত অবস্থায় ঘোড়াঘাট থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নবাবগঞ্জ দলারদড়গা কিনিকে ভর্তি করা হলে কিছুক্ষণ পরে মাইক্রোবাসের চালক মারা যান। তার নাম জানা যায়নি।
 
এ ঘটনায় দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময় ১১২৫ ঘণ্টা, জুন ১৯, ২০১০
প্রতিনিধি/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।