ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আপন জুয়েলার্সের আরও ২১১ কেজি স্বর্ণ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আপন জুয়েলার্সের আরও ২১১ কেজি স্বর্ণ জব্দ আপন জুয়েলার্সের একটি শো-রুমে অভিযানের ফাইল ফটো

ঢাকা: রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারে আপন জুয়েলার্সের শো-রুমে অভিযান চালিয়ে আরও ২১১.৪০৮ কেজি স্বর্ণ সাময়িকভাবে জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সোমবার (১৫ মে) রাত পৌনে ১০টার দিকে এ স্বর্ণ জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি নির্ভরযোগ্য সূত্র বাংলানিউজকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি বলেছে, ওই শো-রুমে অভিযানে গিয়ে ২১১.৪০৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়। অভিযানের সময় সেখানকার কর্মকর্তারা মাত্র ২৫ কেজি স্বর্ণের ডকুমেন্টস দেখাতে সক্ষম হন।

এর আগে, রোববারও (১৪ মে) আপন জুয়েলার্সের ৪টি শো-রুমে অভিযান চালিয়ে ২৮৬ কেজি স্বর্ণ জব্দ করা হয়।

আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়েরের পর থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযানে রয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরসহ সরকারের বিভিন্ন সংস্থা।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসজে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।