ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে বন্যা পরিস্থিতি: ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

নীলফামারী: কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের ঢলে তিস্তার পানি বেড়ে যাওয়ায় নীলফামারীর বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

বুধবার বিকেল থেকেই তিস্তার পানি বাড়তে শুরু করে।

বৃহস্পতিবার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এতে জেলার ডিমলা উপজেলার তিস্তারচরসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়।

পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী মঈন উদ্দিন মণ্ডল জানান, ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ছাতনাই ও ঝাড়সিংশ্বের, খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া ও কিসামত ছাতনাই, টেপাখড়িবাড়ি ইউনিয়নের পূর্ব খড়িবাড়ি, দণি খড়িবাড়ি, চরখড়িবাড়ি, খালিশাচাপানী ইউনিয়নের ছোটখাতা, বাইশপুকুর, ঝুনাগাছ চাপানী সোনাখুলি এলাকায় তিস্তার পানিতে ৫ হাজার ঘরবাড়ি ডুবে গেছে। সেই সঙ্গে তলিয়ে গেছে পাঁচ হাজার হেক্টর জমির আমন ধান।

পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, চরখড়িবাড়ি এলাকার রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানিতে ভেঙে গেছে কয়েকটি কালভার্ট।   চরখড়িবাড়ি  গ্রামের দুই হাজার হেক্টর আমন তে কোমর পানিতে তলিয়ে গেছে।

চরখড়িবাড়ি গ্রামের জাবেদ আলী (৪৫) জানান,  তার আমন তে বুক পানির নিচে তলিয়ে গেছে।

টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন জানান, চরের লোকজন ঘর-বাড়ি ছেড়ে বাঁধে আশ্রয় নিয়েছেন। গত তিন দিনের টানা বর্ষণে উপজেলার নিম্নাঞ্চল প্লাাবিত ও সব নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। ভারি বৃষ্টিপাতে বুড়িতিস্তা, নাউতারা, কুমলাই, ধুম, দোপা নদীর পানি বাড়ায় তলিয়ে গেছে শত শত হেক্টর আমন তে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।