ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফটো সাংবাদিক কাশেম হারুনের বাসায় দিনদুপুরে চুরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
ফটো সাংবাদিক কাশেম হারুনের বাসায় দিনদুপুরে চুরি এভাবেই তালা লাগানোর আংটা ভেঙে ঘরে ঢোকে চোর/ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট এস এম কাশেম হারুনের বাসায় দিনদুপুরে চুরি হয়েছে। ঘরের দরজায় তালা লাগানোর আংটা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি করেছে দুর্বৃত্তরা। এসময় তার স্ত্রী একমাত্র কন্যাকে নিতে স্কুলে ছিলেন।

শনিবার (২৯ এপ্রিল) সকাল সোয়া ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানান হারুন।

ঘরে ঢুকে জিনিস এলোমেলো করে চোর/ছবি: বাংলানিউজকাশেম হারুনের বাসা সবুজবাগ এলাকায়।

একটি ভাড়া ফ্ল্যাটে থাকেন তিনি। তার স্ত্রী চুরির সময় মেয়েকে আনতে স্কুলে গিয়েছিলেন। চোরেরা এ সুযোগে ঘরের দরজায় তালা লাগানোর আংটা ভেঙে ঘরে ঢোকে।

স্কুল থেকে মেয়েকে নিয়ে ফিরে হারুনের স্ত্রী দেখেন তালা অক্ষত থাকলেও আঙটা ভাঙা, ঘরের ভিতরের সব জিনিসপত্র এলোমেলো। তবে চোরেরা নগদ প্রায় ২৬ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার ছাড়া অন্য কিছু নেয়নি।

ঘরের এলোমেলো জিনিস/ছবি: বাংলানিউজএ বিষয়ে সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে জানান হারুন।

ধারণা করা হচ্ছে চোরেরা আগে থেকেই তাদের বাসার সবার ‍অবস্থান নিশ্চিত করেছিলেন। কে কখন বাসায় থাকে বা থাকে না, সে খোঁজ-খবর নিয়েই ঘটনাটি ঘটিয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।