ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষককে অপসারণের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে দুই স্কুল শিক্ষককে অপসারণের প্রতিবাদে ও তাদের পুণর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে টঙ্গী বাজার সংলগ্ন বাটা গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

এর আগে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

গাজীপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) মো. কাওছার আলম বাংলানিউজকে জানান, টঙ্গীর আশরাফ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে অপসারণ করে স্কুল পরিচালনা কমিটি। এর প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থীরা বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টঙ্গী থানা ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানান তিনি।

অবরোধের পর থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আরএস/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।