ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে দলিল লেখক-নকল নবিস দ্বন্দ্বের চতুর্থ দিন: জমি রেজিস্ট্রি বন্ধ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

রাজশাহী: দলিল টেম্পারিঙের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীতে দলিল লেখক-নকল নবিস দ্বন্দ্বে কলম বিরতি কর্মসূচি বৃহস্পতিবার চতুর্থ দিনে গড়িয়েছে। দলিল লেখক সমিতি এবং সদর সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিস অ্যাসোসিয়েশনের বিরোধে টানা চার দিন ধরে জেলায় জমি রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ রয়েছে।



দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রকিব বুলবুল বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, এ ঘটনার প্রতিকার চেয়ে রাজশাহী জেলা প্রশাসক এবং জেলা সাব রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কেউই বিষয়টি সমাধানের জন্য তাদের ডেকে পাঠাননি।

নকল নবিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কায়সার হামিদ শাহীন জানান, ঘটনার জন্য দলিল লেখক সমিতিই দায়ী। দলিল লেখক সমিতির অন্যায় দাবির কাছে তারা মাথা নত করবেন না বলে তিনি জানান।    

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।