ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২১ আগস্ট রংপুর সিটি নির্বাচনের সময় গণনা শুরু  

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
২১ আগস্ট রংপুর সিটি নির্বাচনের সময় গণনা শুরু  

ঢাকা: আগামী ২১ আগস্ট শুরু হচ্ছে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের (রসিক) সময়গণনা। আর এ নির্বাচন করতে হবে ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারির মধ্যে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানা গেছে, ২০১২ সালের ২০ ডিসেম্বরে রসিক নির্বাচনের ভোটগ্রহণ হয়েছিল। এ নির্বাচনে মেয়র পদে জয়লাভ করে দায়িত্ব পালন করছেন শরফুদ্দিন আহমেদ ঝন্টু।


 
রসিক সূত্র জানিয়েছেন, ২০১২ সালের ২০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হলেও মেয়র শপথ নেন ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি। আর প্রথম সভা করেন একই বছর ১৭ ফেব্রুয়ারি।
 
সিটি করপোরেশন আইন অনুযায়ী, কোনো নির্বাচিত করপোরেশনের মেয়াদ হচ্ছে ওই করপোরেশন গঠনের পর প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। যেহেতু রসিকের প্রথম সভা হয়েছিল ২০১৩ সালের ১৭ ফেব্রুয়ারি, সেহেতু সিটির মেয়াদ পূর্ণ হবে ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি।
 
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান বাংলানিউজকে বলেন, আইন অনুযায়ী সিটি নির্বাচন সম্পন্ন করতে হয় মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে। রসিক নির্বাচনের প্রথম সভা ২০১৩ সালের ১৭ ফেব্রুয়ারি হলে, এ সিটির মেয়াদ হবে ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি, যার পূর্বের ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।
 
এই হিসাবে রসিক নির্বাচনের সময় (১৮০ দিন) গণনা শুরু হবে ২০১৭ সালের ২১ আগস্ট।
 
রসিক নির্বাচনের বিষয়ে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বাংলানিউজকে জানিয়েছেন, খুব শিগগিরই আমাদের রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
 
৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটির জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার রয়েছে ৪লাখের মত। এবার এ সিটিতে দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।