ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের জামিন লাভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০
বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের জামিন লাভ

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়রানিমূলক একটি মামলায় জামিন পেয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। সরকারি সম্পত্তির অনিষ্ট ও দখল করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।



এটি তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের শীর্ষ ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা একের পর এক হয়রানিমূলক মামলারই একটি।

২০০৭ সালের ৭ জুন দায়ের করা ওই মামলায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আদালত মামলার অভিযোগ গঠনের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য করেছেন।

মামলার এজাহারে বলা হয়, আহমেদ আকবর সোবহান ও অপর তিনজন বাড্ডা থানাধীন ডুমনি-পাতিরা মৌজার ৮০ দশমিক ২৮ একর সরকারি সম্পত্তি দখলে নিয়ে নিজেরা লাভবান হচ্ছেন। এ অভিযোগে ডিএমপি’র গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. সালাহউদ্দিন বাদি হয়ে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত অপর তিনজন হচ্ছেন মো. আবু সুফিয়ান, শামসুদ্দিন আহমেদ ও আবুল কালাম শামীম। তারাও জামিনে রয়েছেন।

শুনানিতে বিবাদি পক্ষে অংশ নেন ব্যারিস্টার ফজলে নূর তাপস ও ঢাকা বারের সাধারণ সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরুসহ প্রায় ২৫ জন আইনজীবী।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ১৯ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad