ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও ঝিনাইদহ

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বাড়িটি ঘিরে রাখে তারা।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ওই গ্রামের আব্দুল্লাহ নামের এক ব্যক্তির বাড়িতে জঙ্গি রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বাড়িটি ঘিরে রাখে সিটিটিসি ইউনিটের সদস্যরা। পরে সেখানে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি।

তবে অভিযানের সময় ওই বাড়ি থেকে বেশকিছু আইইডি, ৩টি সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, একটি প্রেশার কুকার বোম্ব, ২০টি রাসায়নিক ভর্তি কন্টেইনার উদ্ধার করা হয়েছে।  অভিযান প্রায় শেষ পর্যায়ে বলেও জানান তিনি।

অভিযানস্থল ও এর আশপাশের এলাকায় সোয়াট, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
আরএ/আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।