ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীতে র‌্যাব-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ একজন আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

ঢাকা: রাজধানীর মগবাজারের পেয়ারাবাগ গলিতে বুধবার গভীর রাতে র‌্যাব-৩ এর একটি টহলদলের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় র‌্যাবের গুলিতে আহত আলী আজাদ (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে।



রমনা থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, রাত একটার দিকে মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাব সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। তবে রাত সাড়ে তিনটা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।

র‌্যাব-৩ সূত্রে জানা যায়, র‌্যাবের একটি টহল দল রমনা থানার পেয়ারাবাগ গলিতে পৌঁছে ৪/৫ জন যুবককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে। র‌্যাব তাদের চ্যালেঞ্জ করলে যুবকরা র‌্যাবকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে আলী আজাদ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় র‌্যাবের হাতে ধরা পড়েন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বাংলাদেশের স্থানীয় সময় : ০৪১৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।