ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

খণ্ডিত রায় প্রত্যাখ্যান করলেন রাজীবের বাবা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৬, এপ্রিল ২, ২০১৭
খণ্ডিত রায় প্রত্যাখ্যান করলেন রাজীবের বাবা ব্লগার আহমেদ রাজীব / ফাইল ছবি

ঢাকা: গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দারের বাবা ডা. নাজিম উদ্দিন বলেছেন, আমি নিম্ন আদালতের রায়ের পরেও বলেছি- এটা খণ্ডিত ও প্রভাবিত রায়। আমি ক্ষুব্ধ ও রায় প্রত্যাখ্যান করছি। আমি আপিল করবো।

রোববার (০২ এপ্রিল) সকালে হাইকোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যেখানে সরকার জঙ্গি নির্মূলে বদ্ধপরিকর সেখানে আদালতে এসে আমি এর বিচার পেলাম না।

যে আটজন আসামি তারা সবাই প্রমাণিত জঙ্গি। তাদেরকে রেহাই দিলে এ রাষ্ট্রের কী হবে, এ সমাজ কোথায় যাবে! যেখানে তাদের হামলায় অনেক পুলিশও মারা গেছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
ইএস/এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।