bangla news

দুই জামায়াতকর্মীর খুনীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৯-০৫ ১২:০০:২৫ পিএম

সাতকানিয়ার দুই জামায়াত কর্মীর খুনীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছে চট্টগ্রাম জামায়াতে ইসলামী। এ সময়ের মধ্যে প্রশাসন খুনীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

চট্টগ্রাম: সাতকানিয়ার দুই জামায়াত কর্মীর খুনীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছে চট্টগ্রাম জামায়াতে ইসলামী। এ সময়ের মধ্যে প্রশাসন খুনীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সোমবার দুপুরে নগরীর কাজেম আলী হাই স্কুল মাঠে সাতকানিয়ায় অপহরণের পর খুন হওয়া জামায়াত কর্মী কামাল উদ্দিনের প্রথম নামাজে জানাজা পূর্ব সমাবেশে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর এবং সাতকানিয়া-লোহাগাড়ার এমপি মুহাম্মদ শামসুল ইসলাম।

সমাবেশে জামায়াতে ইসলামীর এই কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বলেন, দুই জামায়াত কর্মীকে অপহরণ এবং নিমর্মভাবে হত্যার পর তিন দিন অতিবাহিত হলেও  প্রশাসন এখন পর্যন্ত খুনীদের গ্রেপ্তার করতে পারেনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন খুনীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে আমরা রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

তিনি অবিলম্বে খুনী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরী, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর আফসার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর মুহাম্মদ জাফর সাদেক, নগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ,শিল্পপতি এরশাদ উল্লাহ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নগর সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-09-05 12:00:25