ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্তে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
বেনাপোল সীমান্তে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শ্যুটার গান ও একটি তাজা ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারী আটক হয়নি।

সোমবার (২৭ মার্চ)  ভোর ৪টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী ইউনিয়নের বারোপোতা বাজারের পাশে এক যুবককে ধাওয়া করে এ অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ভোরে নিয়মিত টহলের সময় বারোপোতা বাজারে এক যুবককে সন্দেহভাজন হলে তাকে দাঁড়াতে বলা হয়।

এসময় যুবকটি বিজিবিকে দেখে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেটের ভেতর থেকে একটি ওয়ান শ্যুটার গান ও একটি ককটেল পাওয়া যায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও ককটেল বেনাপোল পোর্টথানায় জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৭
এজেডএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।