ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদৎবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১১
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদৎবার্ষিকী পালিত

নড়াইল: বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৪০তম শাহাদৎবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে নড়াইলে।

সোমবার সকালে এ উপলক্ষে পাশের জেলা যশোরের শার্শা উপজেলার কাশিপুরে শহীদের মাজারে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।



এছাড়া দুপুর ১২টায় নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের আয়োজনে শহীদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয় এ সময়।

জেলা প্রশাসক ও নূর মোহাম্মদ ট্রাস্টের সভাপতি জহুরুল হক, সদস্য সচিব আজিজুর রহমান ভূঁইয়া, বীরশ্রেষ্ঠ পত্নী বেগম ফজিলাতুনেছাসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।