bangla news

গোদাগাড়ীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-২০ ৪:২১:২৩ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙা গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে আবু ইউসুফ আলী (৩৫) ও সেকেন্দার আলীর ছেলে মোহাম্মদ বাবু (৩৫)।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সী বাংলানিউজকে জানান, দুই মাদক ব্যবসায়ী মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। তারা গোদাগাড়ী উপজেলা সদরের মেডিকেল মোড়ে পৌঁছালে পুলিশ গতিরোধ করে। পরে তাদের দেহ তল্লাশি করে দেড় হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় তাদের মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

ওসি  আরো জানান, আটকরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। বর্তমানে তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসএস/আরআর/জেডএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2017-03-20 04:21:23