ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো স্কুলছাত্রের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো স্কুলছাত্রের

রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে সম্রাট হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সম্রাট উপজেলার শিবপুর গ্রামের আবদুল হামিদের ছেলে।

মোহনপুর উপজেলার আমরাইল উচ্চ বিদ্যালয় থেকে সে এ বছর এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, সম্রাট ও তার বন্ধু শফিকুল ইসলাম কম্পিউটার ক্লাস করার জন্য সাইকেলে করে কেশরহাট টেকনিক্যাল কলেজে যাচ্ছিল। পথে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস তার সাইকেলকে ধাক্কা দিলে সম্রাট নিচে পড়ে যায়। এ সময়  ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে।  

এ ব্যাপারে মামলা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭ 
এসএস/আরআর/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।