ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় জামায়াত নেতাদের মামলার শুনানি ফের পিছিয়েছে

জেলা প্রতনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

খুলনা: যান চলাচলে বাধা ও জনমনে ত্রাস সৃষ্টিসহ পুলিশের বেতার যন্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় মহানগর জামায়াতের আমীরসহ ৪৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। আগামী ৩০ আগস্ট শুনানির নতুন তারিখ দিয়েছেন আদালত।



এ নিয়ে ষষ্ঠবারের মতো শুনানির তারিখ পেছানো হলো।

বুধবার  মহানগর দ্রুত বিচার আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামিদের জামিন শুনানির জন্য মামলার নথি জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। এ কারণে এ মামলার চার্জ গঠনের দিন পুনরায় পেছানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১২ জুলাই খুলনা থানার পরিদর্শক মো. মনিরুল ইসলাম আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ পত্রে ৪৭ জনকে আসামি করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৩০ জুন মহানগর জামায়াত মিছিল করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে খুলনা সদর থানায় মামলাটি করে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।