ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

অগ্নিদগ্ধ গৃহবধূ আফরিনা আক্তার মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

ঢাকা: অগ্নিদগ্ধ গৃহবধূ আফরিনা আক্তার (২৭) মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।



ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্ত লাল জানান, আফরিনা আক্তারের শরীরের ৯০ ভাগই আগুনে পুড়ে গিয়েছিল। হাসপাতালে আনার পর থেকেই তার অবস্থা সঙ্কটাপন্ন ছিল। তাকে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছিল।

পারিবারিক কলহের জের ধরে এক পর্যায়ে গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বংশাল থানার আবুল হাসনাত রোডে শশুরবাড়িতে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন আফরিনা আক্তার। এ সময় তার স্বামী নূর মাহমুদ রনিও (৩২)অগ্নিদগ্ধ হন।

নিহতের পরিবার সুত্র জানায়, প্রেম করে বিবাহ করার পরও যৌতুক না পেয়ে আফরিনার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তার স্বামী, শশুর এবং শাশুড়ি।

বাংলাদেশ সময়: ০১৫০ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।