ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

বড়াইগ্রাম সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১১

বড়াইগ্রাম (নাটোর): নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাড়িয়া কলাবাগান এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। মঙ্গবার রাত ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, রাজশাহী থেকে ঢাকাগামী একটি বাসের ( রাজ মেট্র ব ১১-০০৫০) সঙ্গে গরু ব্যবসায়ীদের বহনকারী ট্রাকের (ঢাকা মেট্র ট ১৪-৩৫১৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক যাত্রী গরু ব্যবসায়ী চাঁদমিয়া সরকার (৪৩) নিহত হন। এ সময় অপর ৩ গরু ব্যবসায়ী এবং বাস হেলার ও ১ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত গরু ব্যবসায়ী চাঁদমিয়া সরকার সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার বেকা গ্রামের মৃত মহি সরকারের ছেলে।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১১


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।