ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৬১ পণ্যে রপ্তানি শুল্কছাড় দিচ্ছে ভারত

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১১

দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের কাছে প্রস্তাবিত ৬১টি পণ্যের রপ্তানিতে শুল্ক ছাড় পাচ্ছে বাংলাদেশ। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন ঢাকা সফরের প্রাক্কালে এ খবর প্রকাশ করেছে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম।

বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়েছে ৬ ও ৭ সেপ্টেম্বর মনমোহনের বাংলাদেশ সফরের সময় এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে।

 নতুন কোনো সঙ্কট দেখা না দিলে ভারতের পক্ষ থেকে ৬১টি পণ্যে রপ্তানি শুল্ক ছাড় পাওয়া যাচ্ছে এটা অনেকাংশেই নিশ্চিত বলে জানিয়েছে ওই সূত্র। এই পণ্যগুলোর মধ্যে ৪৭টিই তৈরি পোশাক শিল্পের পণ্য বলেও সূত্র জানায়।

দুই দেশের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে দুই বছরের বেশি সময় ধরে ঢাকা এ বিষয়ে দিল্লিকে চাপ দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এ চুক্তি হতে যাচ্ছে।

বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি ১০:১।

বাংলাদেশ সময় ১১৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad