ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অল্পের জন্য দিনাজপুরে সীমান্ত এক্সপ্রেস ট্রেন যাত্রীদের রক্ষা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

দিনাজপুর: পার্বতীপুর-সৈয়দপুর রেলপথের রেল লাইন বাকলিংক হয়ে অল্পের জন্য সীমান্ত এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে আগত সৈয়দপুরগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যাওয়ার পর পার্বতীপুর রেলওয়ে হেড ডিপো সংলগ্ন পার্বতীপুর-সৈয়দপুর রেলপথে প্রায় ২শ ফিট রেল লাইন বেঁকে যায়।



এ সময় সীমান্ত এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ ড্রাইভার ঘটনাটি বুঝতে পেরে ট্রেন থামানোর চেষ্টা করেন। এর পরও ট্রেনটি ইঞ্জিনসহ ৩টি বগি পার হয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে যাত্রীরা ৩টি বগিতে করে সৈয়দপুর চলে যান।

রেল লাইন বাকলিংয়ের কারণে ট্রেনটি প্রায় ৬ ঘণ্টা বিলম্বের পর বিকেল ৩টার দিকে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে।

পার্বতীপুর স্টেশন মাস্টার আব্দুল করিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।