ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে গৃহবধূকে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের ঢালপাড়া গ্রামে সোমবার রাতে গলা টিপে হত্যা করেছে তিন সন্তানের জননী এক গৃহবধূকে। নিহত গৃহবধূর নাম জেসমিন আক্তার (৩০)।



ফটিকছড়ি থানার ওসি একেএম লিয়াকত আলী বাংলানিউজকে জানান, নিহতের স্বামী মোহাম্মদ আলী কর্মসূত্রে মধ্যপ্রাচ্যে থাকেন। এবারের ঈদে তার দেশে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আসতে পারেননি। এছাড়া স্বামী তার মা-বাবার চাহিদামত টাকাও পাঠাতে পারেননি।

এ নিয়ে জেসমিনের সঙ্গে গত কয়েকদিনে তার শ্বশুর-শ্বাশুড়ি ও দেবর-ননদের কয়েক দফা ঝগড়া হয়। এর এক পর্যায়ে সোমবার রাত ১১টার দিকে তারা সবাই মিলে জেসমিনকে পিটিয়ে ও গলা টিপে গুরুতর আহত করে। আহত অবস্থায় রাত ১২টার দিকে তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে পরিবারের লোকজন লাশ ফেলে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গীর আলম মঙ্গলবার দুপুরে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ