ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটের প্রধান জামাত শাহী ঈদগাহ মাঠে

এনামুল হক, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

সিলেট : প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে সকাল ৯টায়।

জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল করিম ।



জামাতের আগে ঈদের তাৎপর্য নিয়ে আলোচনা করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোশতাক আহমদ খাঁন।

ইতোমধ্যে সিলেটের বৃহত্তম ঈদ জমাতের জন্য ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নামাজের জন্য সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে মাঠের প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্ন ও রঙ করা হয়েছে।

রোববার বিকেল ৪টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান শাহী ঈদগাহ মাঠ পরিদর্শন করেন।

এ সময় তিনি মাঠের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের জানান, প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক মুসল্লী ঐতিহ্যবাহী এ মাঠে ঈদের নামাজ আদায় করতে পারবেন।

শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবারও খোলা মাঠে মুসল্লীরা নামাজ আদায় করবেন বলে তিনি জানান।

অপরদিকে আঞ্জুমানে খেদমতে কুরআন-এর উদ্যোগে সিলেটের দ্বিতীয় বৃহত্তম ঈদে জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে সকাল  সাড়ে ৮টায় ।

শাহজালাল (র.) দরগাহ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায়, কুদরত উল্লাহ জামে মসজিদে ১ম জামাত সকাল ৮টায়, ২য় জামাত সকাল ৯টায় ও ৩য় জামাত সকাল ১০টায় এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা কালেক্টরেট মাঠে সকাল সাড়ে ৯টায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে ।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।