ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ঈদ জামাত কোথায় কখন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

বরিশাল: জেলার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে সকাল ৯টায়।

প্রধান জামাতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন, সদর আসনের এমপি মজিবুর রহমান সরোয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা জামাতে অংশ নেবেন।



ছারছিনা দরবার শরীফ, চরমোনাই দরবার শরীফ, ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফ (কায়েদ সাহেব হুজুর), পটুয়াখালীর মির্জাগঞ্জ দরবার শরীফ ও বরিশালে গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে বিভাগের বৃহৎ ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

এছাড়া নগরীর প্রধান চারটি মসজিদে দুইটি করে ঈদের জামায়েত অনুষ্ঠিত হবে। জামে কসাই মসজিদের প্রথম জামাত সকাল ৯টায় এবং ২য় জামাত সকাল ১০টায়।

এবায়েদুল্লাহ জামে মসজিদ ও বায়তুল মোকাররম মসজিদে সকাল ৯টায় এবং সাড়ে ১০টায় ২য় জামাত অনুষ্ঠিত হবে। সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে পুলিশ লাইন জামে মসজিদের প্রথম জামাত। দ্বিতীয় জামাত সাড়ে ৯টায়।

বরিশাল বিভাগের বৃহৎ ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার ছারছিনা দরবার শরীফে।

চরমোনাই দরবার শরীফে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন চরমোনাই পীর মাওলানা সৈয়দ রেজাউল করিম।

উজিরপুরের গুঠিয়ায় অত্যাধুনিক বায়তুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় এবং ঝালকাঠির নেছারাবাদ দাখিল মাদ্রাসা ময়দানে সকাল সাড়ে ৯টায় ও পটুয়াখালীর মির্জাগঞ্জ দরবার শরীফে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  

এছাড়া নগরীতে সকাল ৮টায় হরিণাফুলিয়া মাদ্রাসা ময়দানে জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৮টায় নথুল্লাবাদ হোসাইনিয়া মাদ্রাসা মসজিদ, গোরস্থান রোড আঞ্জুমান-ই-হেমায়েত ইসলাম ইদগাহ্ ময়দান, কেন্দ্রীয় কারাগার জামে মসজিদ, হোসাইনিয়া মাদরাসা মসজিদ, বরিশাল কলেজ জামে মসজিদ, পাওয়ার হাউজ জামে মসজিদ, করিম কুটির জামে মসজিদ, সাগরদীর ওয়াপদা জামে মসজিদ, মেডিক্যাল জামে মসজিদ, রূপাতলী জাগুয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, বটতলা করিম কুটির জামে মসজিদ, আলেকান্দা খান সড়ক জামে মসজিদ।

কাউনিয়া ব্রাঞ্চ রোড জামে মসজিদে অনুষ্ঠিত হবে সকাল পৌঁনে ৯ টায়।

এছাড়াও সকাল ৯টায় পলাশপুর কাজীর গোরস্থান জামে মসজিদ, মাহমুদিয়া মাদ্রাসা মসজিদ, বাজার রোড মাদ্রাসা মসজিদ, পোর্ট রোড জামে মসজিদ, নুরিয়া হাইস্কুল ঈদগাহ ময়দান, ল’ কলেজ জামে মসজিদ, ব্রাউন্ড কাম্পাউড জামে মসজিদ, পোর্ট রোড জামে মসজিদ, চরবাড়ীয়া তালতলা জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে কাশীপুর ঈদগাহ মাঠে।

উল্লেখ্য, ঈদের দিন সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে জামাতের নির্ধারিত সময়সূচি পরিবর্তন হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১ কাওছার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad