ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে ঈদের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

রাজশাহী: রাজশাহী মহানগরীতে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ্ মখদুম (রঃ) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।

আবহাওয়া খারাপ হলে একই সময় প্রধান জামাত অনুষ্ঠিত হবে হয়রত শাহমখদুম (র:) দরগা মসজিদে।

ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর উপ-পরিচালক সাইফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দ্বিতীয় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে মহানগর ঈদগাহ (টিকাপাড়া) ময়দানে সকাল সাড়ে ৮টায়। তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে মহানগরীর সাহেব বাজার বড় রাস্তায় সকাল সাড়ে ৮টায়।

এছাড়া রাজশাহী নগরীতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে কাদিরগঞ্জ হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায়।

এদিকে উপশহর হাউজিং এস্টেট বালিকা বিদ্যালয় মাঠে সকাল ৮টায়, রাবি কেন্দ্রীয় মসজিদে সাড়ে ৮টায়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল সাড়ে ৮টায়, সুলতানাবাদ মসজিদ কমপ্লেক্সে সকাল সোয়া ৮ টায়, হাতেম খাঁ বড় মসজিদ কমপ্লেক্সে সকাল পৌনে ৯ টায়, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠে সকাল ৯টায়, লক্ষ্মীপুর শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়।

রাজশাহী জেলা স্টেডিয়াম মাঠে সকাল সাড়ে ৮টায়, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, উপশহর কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৯টায়, শালবাগান গণপূর্ত মাঠে সকাল সাড়ে ৮টায়, লোকনাথ স্কুল মাঠ ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, প্যারামেডিক্যাল মসজিদুল কোবায় সকাল সাড়ে ৮টায়, চন্ডিপুর প্রেসক্লাব ঈদগাহ মাঠে সকাল ৮টায়।

এদিকে জেলার বাঘার শাহদৌল্লাহ মাজার শরীফ প্রাঙ্গণে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad