ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় স্পিরিট পানে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলার হরিণারায়নপুরে সোমবার রাতে বিষাক্ত স্পিরিট পানে দু’জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন বেড়বাড়াদী গ্রামের আবু তালেবের ছেলে মিজানুর রহমান (৪০), এবং শিবরপুর গ্রামের আবেদ আলীর ছেলে ফরিদ (৩৬)।


 
স্থানীয়রা জানায়, সোমবার সকালে মিজানুর ও ফরিদ ফরিদপুর হাইস্কুল এলাকার মাদক ব্যবসায়ী মনিরের কাছ থেকে স্পিরিট পান করে। পরে অসুস্থ্য অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিজানুর মারা যান। এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৩টার দিকে মারা যান ফরিদ।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ‘হরিণারায়নপুর ইউনিয়নের দু’ব্যক্তি স্পিরিট পানে মারা গেছে এমন সংবাদ আমাদের কাছে এসেছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।