ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বন্দরনগরীতে এবার আড়াইশ’ ঈদ জামাত

স্টাফ করেসপনডেণ্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১
বন্দরনগরীতে এবার আড়াইশ’ ঈদ জামাত

চট্টগ্রাম: ঈদুল ফিতর উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নগরীতে এবার ২৪৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।



চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবার সকাল সোয়া আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। একইস্থানে সকাল নয়টায় আরও একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ বাংলানিউজকে জানান, সিটি কর্পোরেশনের উদ্যোগে এবার নগরীর জমিয়াতুল ফালাহ ও লালদিঘীতে দুটি কেন্দ্রীয় এবং ৪১টি ওয়ার্ডে আলাদা-আলাদা ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর ১৪৬টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এছাড়া ঈদ উপলক্ষে নগর ভবনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে নগরী ও জেলার বিভিন্নস্থানে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হবে ১০৩টি ঈদ জামাত।

চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদ বাংলানিউজকে জানিয়েছেন, নগরী ও জেলায়  ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নগরীর বিভিন্ন ওয়ার্ডে চসিকের তত্ত্বাবধানে ঈদ জামাতের স্থানগুলো হচ্ছে- হযরত খাজা মুফতি গরীবুল্লাহ শাহ্ মাজার সংলগ্ন ঈদগাহ, খোশাল শাহ্ ঈদগাহ ময়দান, ফতেয়াবাদ ঈদগাহ ময়দান, শেরশাহ কলোনি প্রধান ঈদগাহ ময়দান, বদর পীর ঈদগাহ ময়দান, হযরত সুলতান বায়েজিদ বোস্তামী দরগাহ মসজিদ ময়দান, বায়েজিদ বোস্তামী মাজার মসজিদ, বালুচড়া মসজিদ ঈদগাহ ময়দান, কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ ময়দান, পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় মাঠ, চালিতাতলী ঈদগাহ ময়দান, ওয়াজেদিয়া মাইজ্যাবিবি শাহী জামে মসজিদ ময়দান, ওয়াজেদিয়া হাই স্কুল মাঠ, সৈয়দ নগর প্রাথমিক বিদ্যালয় মাঠ, হাজীর পুল বায়তুল নুর জামে মসজিদ ঈদগাহ ময়দান, বহদ্দারহাট ওয়াপদা কলোনি ময়দান, নুরজ্জমান নাজির বাড়ী জামে মসজিদ, বায়তুল ইকরাম জামে মসজিদ, আল-আমীন বাড়িয়া মসজিদ, আজম জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয় মাঠ, তৈয়বিয়া জামে মসজিদ, কাদেরীয়া জামে মসজিদ, পূর্ব ষোলশহর গাজী শাহ জামে মসজিদ ময়দান, গাজী জামে মসজিদ মাইজ পাড়া, আমিন কলোনি জুট মিলস মসজিদ, আতুরার ডিপো হাশেমবাজার জামে মসজিদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা জামে মসজিদ, খতিবের হাট জামে মসজিদ, পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদ, বিবিরহাট ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দান, মাদানী শাহ মসজিদ, নাসিরাবাদ সরকারি স্কুল ময়দান, মোহাম্মদপুর মুরাদপুর চত্ত্বর, হযরত শেখ ফরিদ চশমা ঈদগাহ ময়দান, মুরাদপুর বিশ্বরোড চত্ত্বর, ভেলুয়ারদীঘি জামে মসজিদ ঈদগাহ ময়দান, পশ্চিম ফিরোজ শাহ ঈদগাহ মাঠ, ইস্পাহানি জামে মসজিদ, নেছারিয়া আলিয়া মাদ্রাসা ময়দান, পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, কালুঘাট ইস্পাহানি জুট মিল জুমা মসজিদ ময়দান, উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ ময়দান, উত্তর কাট্টলী বিশ্বাসপাড়া জামে মসজিদ, সাগরিকা জামে মসজিদ, বি-ব্লক বায়তুল আজিম জামে মসজিদের পার্শ্বে এক্স ক্লাব ময়দান, ছদু চৌধুরী বাড়ি জামে মসজিদ, মোসেন চৌধুরী বাড়ি জামে মসজিদ, থানা ময়দান ঈদগাহ, পিএস আমিন একাডেমি স্কুল ময়দান ফইল্লাতলী বাজার, সরদার বাহাদুর নগর ঈদগাহ ময়দান, ওমর গণি এমইএস কলেজ ময়দান, ওয়্যারলেস কলোনি পুরাতন জামে মসজিদ, চাঁনমারী রোড কাঁচাবাজার প্রধান ঈদ জামাত, মেহেদীবাগ সিডিএ কলোনি জুমা মসজিদ, রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দান, প্যারেড ময়দান, পূর্ব নাসিরাবাদ বিপ্লব উদ্যান জামে মসজিদ, দেওয়ান বাজার সিঅ্যান্ডবি কলোনি মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান, মেডিক্যাল কলেজ মসজিদ ময়দান, দারুল উলুম আলিয়া মাদ্রাসা ময়দান, সুজারমা জামে মসজিদ, চেয়ারম্যান ঘাটা, বায়তুল মামুর জামে মসজিদ, মোজাহেরুল উলুম মাদ্রাসা ময়দান, মিয়াখান নগর, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান, আবদুল লতিফ হাট, মিয়াখান সদর মসজিদ, বেলাখান সদর মসজিদ, মিয়াখান নগর, আতরজান মসজিদ ঘাট ফরহাদবেগ, নুর মোহাম্মদ সওদাগর মসজিদ ইসহাকের পোল, চারতলী মসজিদ প্রাঙ্গণ কোরবাণীগঞ্জ লালু মাঝির সামনে, কোরবানীগঞ্জ মসজিদ, বলুয়ারদীঘির দক্ষিণ পূর্ব পাড়, মোমবাতিগলি এয়াকুব আলী সওদাগর জামে মসজিদ, ফকির মোহাম্মদ মসজিদ প্রাঙ্গণ, মাছুয়া ঝর্ণা লেন, রুমঘাটা মসজিদ, মসজিদ বায়তুল নুর খলিফাপট্টি, এনায়েত বাজার জামে মসজিদ, কাজেম আলী লেইন মাজার সংলগ্ন কাজী সৈয়দ মসজিদ, রেলওয়ে হাসপাতাল কলোনি জামে মসজিদ, রহমতগঞ্জ বাংলা কলেজ মাঠ (শিশুবাগ), খান শাহ মসজিদ বায়তুল সড়ক জুমা মসজিদ ময়দান, জুনশাহ জামে মসজিদ, ঈগাহ কারবালার ময়দান, কাশেম ভান্ডারী জামে মসজিদ, উত্তর হালিশহর হাউজিং বায়তুল আজিম কমপ্লেক্স ময়দান, বেপারীপাড়া ঈদগাহ ময়দান (আলপনা কমিউনিটি সেন্টারের পার্শ্বে), আগ্রাবাদ সরকারি কমার্স কলেজ চত্ত্বর, আমির হোসেন দোভাষ সড়ক চত্ত্বর, খান সাহেব আবদুল হাকিম মিয়া মসজিদ, মনছুরাবাদ, পশ্চিম মাদার বাড়ী আবুল খায়ের মসজিদ, মাদারবাড়ী পাম্প হাউস জামে মসজিদ, আগ্রাবাদ জাম্বুরী ময়দান, সদরঘাট মনোহরখালী বন্দর কলোনি ময়দান, সিডিএ আগ্রাবাদ আঞ্চলিক এলাকা ময়দান, উত্তর নালা পাড়া সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, ফকিরহাট শেখ লতিফ চৌধুরী জামে মসজিদ, স্টেশন রোড জুমা মসজিদ ময়দান, কলেজিয়েট হাইস্কুল ময়দান, হযরত শাহ ছুফী আমানত মসজিদ ময়দান, মাঝিরঘাট শাহ বিবি মসজিদ, আলহাজ্ব ছুফী সোবহান সওদাগর জামে মসজিদ ময়দান, পাথরঘাটা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ, পাথরঘাটা মধু বেপারী জামে মসজিদ, চট্টগ্রাম শাহী জুমা মসজিদ, খাতুনগঞ্জ জামে মসজিদ ময়দান, ফিরিঙ্গী বাজার জামে মসজিদ, সফরনেছা মসজিদ হালিশহর মুনির নগর, চাক্তাই নয়া মসজিদ, সুলতান আহমদ জামে মসজিদ চত্ত্বর, শমসের খান ওয়াকফ মসজিদ ঈদ জামাত ময়দান খাতুনগঞ্জ, হযরত মুহাম্মদ আলী শাহ্ কমপ্লেক্স জামে মসজিদ, পূর্ব হোসেন আহমদ পাড়া (উত্তর পতেঙ্গা), খিজির জামে মসজিদের সংলগ্ন পতেঙ্গা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা মাঠ, হালিশহর বেগমজান হাইস্কুল মাঠ, দক্ষিণ পতেঙ্গা ওমর ফারুক জুমা মসজিদ ঈদগাহ ময়দান, কাটাখালী আলিশাহ মসজিদ, শেখ আহমদ আলী ফকির বাড়ী মসজিদ, উত্তর পতেঙ্গা হোসেন আহমদপাড়া জামে মসজিদ, পশ্চিম ফিরোজশাহ ঈদগাহ ময়দান, নুরানী জামে মসজিদ, দক্ষিণ কাট্টলী হামজা চৌধুরী বাড়ী জামে মসজিদ, হাজী চাঁন্দগাজী জামে মসজিদ আবদুল লতিফ হাট, কাপাসগোলা সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ মাঠ, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা, হালিশহর জরিনা মফজল সিটি কর্পোরেশন কলেজ ময়দান, সুগন্ধা জামে মসজিদ, চট্টেশ্বরী গায়েবী মসজিদ, জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয়, হযরত টাকশাহ মিয়া দরগাহ মসজিদ সংলগ্ন সড়ক, পূর্ব বাকলিয়া গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট, পাঠানটুলী আমীর হোসেন দোভাষ সড়ক চত্ত্বর, কালামিয়া বাজার মোড় আলী বাপের (দ্বিতল) মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, হযরত মঈন–দ্দিন শাহ মাজার জামে মসজিদ, আলকরণ ১নম্বর গলির বেলাল শাহ জামে মসজিদ কমিটির ঈদ জামাত, আলকরণ মোড়ে, আলকরণ নূর আহমদ চেয়ারম্যান জামে মসজিদ, আবেদীন কলোনি জামে মসজিদ ঈদগাহ,  মদিনা বাজার, ডিসি রোড।
 
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।